রাঙ্গুনিয়ার ৬৭৫০ জন কৃষক পেলেন ধান বীজ ও সার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ৬৭৫০ জন কৃষকের মাঝে বোরো ধান বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । ২০২৪-২৫ অর্থ বছরে পূনর্বাসন কর্মসূচীর আওতায় রাঙ্গুনিয়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। এতে ৪ হাজার ৭৫০ জন কৃষকের প্রতিজনকে ৫ কেজি করে বোরো (উফশি) ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২ হাজার কৃষককে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/ইউডি  

Scroll to Top