রাঙ্গুনিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় ইয়াবাসহ গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় হত্যা মামলার এক আসামিকে ঢাকায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় গোলাপবাগস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাকে ঢাকা যাত্রাবাড়ী থানায় মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ আরও বিভিন্ন পরোয়ানায় গ্রেফতার দেখানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সোমবার (২৪ মার্চ) পাঠানো হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া থানা পুলিশ।

তার নাম বখতিয়ার উদ্দিন(৪৮)। সে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার জামাল উদ্দিনের ছেলে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল সরদার জানান, গত শুক্রবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বখতিয়ার উদ্দিন নামের এই ব্যক্তিকে ২০০পিচ ইয়াবাসহ গোলাপবাগস্থ পুলিশ বক্সের সামনে থেকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রাম থেকে নিয়মিত ইয়াবা ঢাকায় এনে বিক্রি করেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, গ্রেফতার বখতিয়ারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে এই মামলাগুলোতেও গ্রেফতার দেখাতে ঢাকায় প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top