রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় দুই যুবককে কুপিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত বজলু আহমেদের ছেলে নেয়ামত উল্লাহ (৩৮) ও একই এলাকার আব্দুস সোবহানের ছেলে তোফায়েল আহমেদ (৪৫)।
এ ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় নানা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত সংঘবদ্ধ সন্ত্রাসীরা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি তাদের কোপাতে থাকে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এরা কারা ছিল সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্থানীয়রা।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, আমরা বিষয়টি জেনেছি। ভুক্তভোগীদের সাথে কথা আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

 
															
 
								




