পড়া হয়েছে: ১৬
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রবি/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ক্ষুদ্র ও প্রান্তিক ৭৫৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড এবং উফশি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব প্রণোদনা বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার প্রমুখ।
শেষে ৩৩০০ জন কৃষককে ২ কেজি করে বোরো হাইব্রিড বীজ এবং ৪২৫০ জন কৃষককে ৫ কেজি করে বোরো উফশি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।