পড়া হয়েছে: 19
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন— মো. ওসমান। তিনি উপজেলার ঘাগড়া খীলমোগল এলাকার আলম শাহ পাড়ার বাসিন্দা গোলফার রহমানের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারা অনুযায়ী আদালত দুই বছরের সাজা পরোয়ানা রয়েছে। তাকে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন