রাঙ্গুনিয়ায় ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং নবম জাতীয় বিজ্ঞান অলম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা শিশু মেলা মডেল স্কুল মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. কামাল উদ্দিন, অধ্যাপক নাসির উদ্দিন সিকদার, অধ্যাপক বিপ্লব বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী প্রমুখ।

সঞ্চালনা করেন অধ্যাপক অসীম কুমার শীল। মেলায় স্কুল ও কলেজ শিক্ষার্থীরা ২৫টি স্টলে বিভিন্ন প্রযুক্তি উপাস্থপন করেন। আগামী বুধবার মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top