রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. রায়হান (২৩) নামে এক ট্রাক চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। গত ১৬ জুন সে নিখোঁজ হয়েছিলো।
এরপর মঙ্গলবার (৮ জুলাই) পর্যন্ত নিখোঁজের দীর্ঘ ২৩ দিন অতিবাহিত হলেও এখনো সে ঘরে ফেরেনি। পরিবারের দাবী পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কিছু যুবক তাকে অপহরণ করেছে। এই ঘটনায় আদালতে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪—৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিখোঁজ রায়হানের মা জেসমিন আকতার।
রায়হান উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মীরেরখীল নবী মাষ্টার বাড়ির প্রবাসী আবদুল আলমের ছেলে।
মামলার এজহার সুত্রে জানা যায়, রায়হান পেশায় ট্রাক চালক এবং ইটভাটা থেকে ভাড়াচুক্তিতে ইট পরিবহণ করে থাকেন। মামলায় অভিযুক্তরা প্রায়সময় তার কাছ থেকে প্রতি ট্রিপে ৫০০ টাকা হারে চাঁদা দাবী করে। তিনি দিতে রাজী না হওয়ায় গত ১৩ জুন তাকে মারধর করে গুরুতর জখম করে। এই ঘটনায় তিনি আইনানুগ পদক্ষেপ নিতে চাইলে তারা ভয়ভীতি প্রদর্শন করেন।
পরবতীর্তে ১৬ জুন সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়ভাবে মিমাংসার কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে ওইদিন রাতে মূল অভিযুক্ত নবীর হোসেনকে (৪৫) ফোন করলে তিনি বিষয়টি মিমাংস হয়েছে এবং আর কোন অসুবিধা হবে না এবং সে চলে গেছে বলে জানান। কিন্তু এরপর থেকে সে আর ফিরে আসেনি। এরপর সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে ২০ জুন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় জিডি করেন। কিন্তু নিখোঁজের ২০ দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা না নেয়ায় ৭ জুলাই আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
মামলার বাদী জেসমিন আক্তার বলেন, চাঁদার দাবীতে আমার ছেলেকে নিয়ে গিয়ে মারধর করে গুরুতর জখম করে। পরে মিমাংসার কথা বলে পূর্ব পরিকল্পিতভাবে আমার সন্তানকে নবীর হোসেনের মাধ্যমে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছে। আমার সন্তান আদৌ জীবিত আছে কিনা বিষয়েও আমি আশংকা করছি।
মামলায় অভিযুক্ত আসমীদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে সন্তানের খোঁজ পাওয়া যাবে। তাই তাদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
এই বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং তদন্তের জন্য পিবিআইকে নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন