রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফলাহারিয়া গ্রামের দক্ষিণ পাহাড়ের জ্ঞান শরণ বৌদ্ধ বিহার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার (৮ জুলাই) ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

নিহতের নাম অজিত বড়ুয়া ওরফে অজিত পাগল (৫১)। সে ওই এলাকার জুনু বড়ুয়ার ছেলে এবং গেল ১৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীনভাবে চলাচল করছেন বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বিদর্শন বড়ুয়া জানান, পদুয়ার ফলহারিয়া এলাকার পাহাড়ি ছড়া ও আশপাশে বন্যহাতির দল প্রায়শই গ্রামে নেমে আসে। নিহত অজিত সোমবার রাত ৯ টার দিকে স্থানীয় একটি দোকানে চা পান করেছিলেন। এরপর সে হয়ত একা হাটতে হাটতে ওই নির্জন স্থানে চলে যায়। পরে রাতের কোন এক সময় সে হাতির পালের সামনে পড়ে গেছে হয়ত। সেখানে হাতির পাল তাকে শুঁড় দিয়ে পেঁছিয়ে পা দিয়ে পিষ্ট করে মেরেছে সম্ভবত। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে৷ ঘটনাস্থলে হাতির বিষ্টা আর নিহতের শরীরে পায়ের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

জানা যায়, দীর্ঘ বছর ধরে দক্ষিণ রাঙ্গুনিয়ার চার ইউনিয়নের পাহাড়ি এলাকায় নিয়মিত বন্য হাতির পাল তাণ্ডব চালাচ্ছে। হাতির আক্রমণে প্রতিবছর প্রাণহানিসহ আহত হচ্ছেন একাধিক মানুষ। এছাড়া হাতির তাণ্ডবে কৃষকের কষ্টের ফসল নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্তদের বনবিভাগ ক্ষতিপূরণ দিলেও সাধারণ মানুষ হাতির তাণ্ডব থেকে রক্ষায় নানা ফাঁদসহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন। এমনকি অনেকে অনেকে হাতির অত্যাচারে এসব এলাকার ফসলি জমিতে চাষাবাদ ছেড়ে দিয়েছেন। এতে হাতি মানুষের দ্বন্দ্ব লেগেই রয়েছে এতদ অঞ্চলের বাসিন্দাদের মাঝে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top