রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশা-বাইক মুখোমুখি সংঘর্ষ, আহত ২

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার ঘাটচেক টু রাণীরহাট পারুয়া ডিসি সড়কের পারুয়া উলু পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হন- পারুয়া এলাকার সিএনজি অটোরিকশা চালক মো. বেলাল (৩৩) ও একই এলাকার মোটরসাইকেল চালক মো. রহিম উল্লাহ (৪৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে রহিম উল্লাহ’র অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সিএনজি অটোরিকশা চালক কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি হর্ণ দিলেও তিনি তা শুনতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলটি থানায় নিয়ে এসেছে। আহত দুইজন চিকিৎসাধীন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top