রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজন বন মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং অন্য তিনজন আওয়ামী লীগ-যুবলীগের নেতা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামির নাম মো. আজিম। তিনি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকার মৃত শাহ আলমের ছেলে। গ্রেফতার বাকীরা হলেন-ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইছাখালী এলাকার বাসিন্দা আব্দুল লতিফ (৫২), পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভার যুবলীগের সহ-সভাপতি মো. তারেকুল ইসলাম চৌধুরী (৩৯) এবং পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের প্রচার ও গবেষনা সম্পাদক ওমর ফারুক (৩৯)। এই তিনজনকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার (১৭ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






