রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশার সামনের সিটে বসে আসার পথে বিপরীত দিক থেকে আসা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক কিশোর।
পরে দু’দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। তার নাম আবদুল্লাহ আহাদ (১৭)। তার বাড়ি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড মোগলের হাটের পশ্চিমে খামারী পাড়া এলাকায়।
গত শনিবার সকাল ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট থেকে চৌমুহনী আসার পথে শান্তি নিকেতন গুড়া পুকুর পাড়ের সামনে এই ঘটনা ঘটে। সোমবার (৬ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহতের প্রতিবেশী মো. জসিম জানান, সিএনজি অটোরিকশার সামনে চালকের পাশে গাদাগাদি করে আরো তিন জন যাত্রী নিয়ে চৌমুহনী যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সামনের সিটে বসা আব্দুল্লাহ আহাদ গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে দূর্ঘটনা কবলিত দু’টি সিএনজি অটোরিকশার চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকার স্থানীয়রা স্বজনদের খবর দিলে তারা তাকে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর তার মৃত্যু হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে প্রতিবেশী জসিম আরও জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। তাকে যদি দ্রুত হাসপাতালে নেওয়া হতো, হয়ত তার জীবনটা রক্ষা পেতো।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন