রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি তিনদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। তার নাম মোহাম্মদ নেছার চৌধুরী (৫০)। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের হামিদুর রহমান চৌধুরী বাড়ি এলাকার বাসিন্দা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, উপজেলার বেতাগী ইউনিয়নের আশেকানে মাইজভাণ্ডারী ডেমির ছড়া এসোসিয়েশনের সহ সভাপতি নেছার চৌধুরী গত রোববার সন্ধ্যায় বেতাগী থেকে চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। যাওয়ার পথে কাপ্তাই সড়কের পাহাড়তলী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় মোটরসাইকেল চালক নেছার গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷
বেতাগী ইউপি চেয়ারম্যান মো. সফিউল আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন