রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে দিলীপ বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিলুফা বেগম (৫০) ও মোহাম্মদ নয়ন (২০) নামে আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মঘাইছড়ি এলাকায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহন সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এসময় মোটর সাইকেলচালক ও সিএনজি অটোরিক্সার দুইজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পথে দিলীপ বড়ুয়ার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, দুর্ঘটনা কবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top