রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় অস্ত্রের মুখে বনকমীর্দের জিম্মি করে চুরি যাওয়া শতবষীর্ ২৪টি সেগুন কাঠের মধ্যে কিছু কাঠ উদ্ধার হয়েছে।
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত উপজেলার চন্দ্রঘোনা ছুফিগোট্টা এলাকায় বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযান চালিয়ে কাঠগুলো উদ্ধার করা হয়। এসময় ১৭০ টুকরো সমান ২৬০ঘনফুট কাঠ উদ্ধার করা গেছে বলে জানান সংশ্লিষ্টরা। উদ্ধার হওয়া গাছের আনুমানিক বাজারমূল্য আনুমানিক ছয় লাখ টাকা হবে। তবে এখনো আরও অন্তত ১৪ লাখ টাকার মূল্যবান কাঠ উদ্ধার হয়নি।
কোদালা বিট কর্মকর্তা মো. খোন্দকার মাহাবুব আলম বলেন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বনবিটে গত বৃহস্পতিবার মধ্যরাতে দুর্বৃত্তরা বন কর্মকর্তা—কর্মচারীদের অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে ও ফাঁকা গুলি চালিয়ে মূল্যবান ২৪টি সেগুন গাছ কেটে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানা ও চট্টগ্রাম বন আদালতে বন বিভাগের পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, বন বিভাগ ও বিজিবি’র যৌথ উদ্যোগে কর্ণফুলী নদীর পাড় চন্দ্রঘোনা ছুফি গোট্টা এলাকায় অভিযান চালিয়ে কোদালা বিট থেকে পাচার হওয়া ১৭০ টুকরা সমান ২৬০ ঘনফুট প্রায় ছয় লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। বাকী কাঠ উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা মেহেদী।
এদিকে ফিল্মি স্টাইলে বনকমীর্দের জিম্মি করে গাছ লুটের ঘটনায় এলাকাজুড়ে চরম আলোড়ন সৃষ্টি হয়। তবে সংশ্লিষ্ট একাধিক সুত্র বলছে এই ঘটনায় বনবিভাগের দুনীর্তিবাজ কর্মকর্তারা জড়িত থাকতে পারে। লুটের ঘটনায় বন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তাদের কাছ থেকে জানতে চাইলে তারা এই বিষয়ে অধিকতর তদন্তের আশ্বাস দেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন