রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে আগুন, পুড়ে গেছে চার দোকান

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড মুরাদনগর গ্রামে রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে চারটি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, বুধবার (৬ আগস্ট) রাত ১টার দিকে পৌরসভার মধ্যম মুরাদনগর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এতে চারটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থরা হলেন- জয়নাব চৌধুরী, আবু তাহের, ইসমাইল ও হাসান চৌধুরী। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top