রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অবৈধ বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের ধরা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. পারভেজ ও তার সহযোগী আশরাফ আলী।
জানা যায়, সরফভাটা সিপাহী পাড়ায় তুচ্ছ ঘটনায় মামাকে গুলি করেছিলো ভাগিনা পারভেজ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পারভেজ ও তার সহযোগী আশরাফ আলী সিকদারকে অবশেষে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
এর আগে গত রোববার সন্ধ্যায় মামা ফজলুল করিম ও ভাগিনা পারভেজ এক সাথে গোসল করছিল। গোসল সেরে ভাগিনা পারভেজ লুঙ্গি পাল্টানোর সময় মামা ফজলুল করিমের কাপড়ে পা দেয়। এতে মামার লুঙ্গি কিছুটা ভিজে যায়। বিষয়টি বোনকে নালিশ জানায় ভাই ফজলুল। এতে ক্ষিপ্ত হয়ে ভাগিনা বাড়ি থেকে অস্ত্র এনে মামাকে গুলি চালালে মামার শরীরে তিনটা গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দেন মাম। পারভেজ সরফভাটা ইত্যাদি চত্বরে মামুন হত্যার তালিকাভুক্ত আসামী।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামাকে আহত করা হত্যা মামলার আসামি পারভেজ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন