রাঙ্গুনিয়ায় যৌথ অভিযানে অস্ত্রধারী যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শওকত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে তোলা তার একটি ছবি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তবে অভিযানের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শওকত আলীকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, যৌথ অভিযানের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অস্ত্র উদ্ধার করা যায়নি। অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top