রাঙ্গুনিয়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় বন বিভাগ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) চন্দ্রঘোনা আমতলি স’মিল এলাকায় এই অভিযান চালানো হয়।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিটের আওতাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের আমতলী এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী কাপ্তাই ওয়াগ্গা বিজিবি ও রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজুর রহমান ভূইয়া, কোদালা বিট কর্মকর্তা খেন্দকার মাহবুবুর রহমান নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিপুল পরিমাণ মূল্যবান সেগুন, গামারী গোল কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাঠ রাঙ্গুনিয়া রেঞ্জের বন অফিসের হেফাজতে নেওয়া হয়েছে। অবৈধ কাঠ পাচাররোধে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top