চাটগাঁ নিউজ ডেস্কঃ রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় লিয়াকত আলী (৪৫) নামে এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ মার্চ) মধ্যরাত ১২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত লিয়াকতের বাড়ি তার বাড়ি মরিয়মনগর ইউনিয়নের ফরাশপাড়া গ্রামে। রাতে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন লিয়াকত। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয় এক বাসিন্দার থেকে জানা যায়, নিহত লিয়াকত পেশায় বাবুর্চি ছিলেন। সম্প্রতি কিছু পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবেও অসুস্থতায় ভুগছিলেন। সংসারে তার স্ত্রী ও তিন পুত্র সন্তান রয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ২টায় নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী চাটগাঁ নিউজকে জানান, স্বজনদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন