রাঙ্গুনিয়ায় মামার বিরুদ্ধে ভাগিনার ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মামার বিরুদ্ধে ভাগিনার ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাপিত পুকুরিয়া রাবার ড্যাম নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ঘরের সামনে ও পেছনের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বিষয়টি টের পেয়ে বাড়ির টিনের বেড়া কেটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনমতে বের হয়ে জীবন বাঁচিয়েছেন বলে জানান ভুক্তভোগী ওই এলাকার মোতাহের হোসেনের ছেলে সবজি ব্যবসায়ী মো. রুবেল (৩১)।

এতে তার নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ বাড়ির সবকিছু পুড়ে গিয়ে ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি। বিষয়টি দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে দুর্গম রাবারড্যাম নতুন পাড়া এলাকায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গেলে দেখা গেছে, টিনের তৈরি চার কক্ষ বিশিষ্ট ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। চারপাশে পুড়ে যাওয়া টিনের স্তুপ। ভেতরে এদিক সেদিক ছড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া ঘরের সরঞ্জাম।

এসময় ক্ষতিগ্রস্থ রুবেলের বড় ভাই মো. লোকমান জানান, গত রমজানে তার ভাই ঋণ নিয়ে এই ঘরটি করেছিলেন। গত ৫ সেপ্টেম্বর গাছ কাটাকে কেন্দ্র করে তার বাবাকে তার মামা টিপু মারধর করে। তারা খবর পেয়ে পরবর্তীতে দ্রুত এলে তাদের সাথে তাদের মামার বেশ মারামারি হয়। পরে দুই পক্ষই আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দেন ৷ এরজেরে তার মামা ফরহাদ এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তার মামা ফরহাদ মুঠোফোনে জানান, সবজি ব্যবসায়ী রুবেল ও লোকমান তাদের সৎ বোনের ছেলে। গাছ কাটাকে কেন্দ্র করে তাদের বাবার সাথে তার বড়ভাই টিপুর হাতাহাতির ঘটনা ঘটে। পরে তার ভাগিনারা এসে তার বড়ভাইকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। ঘরে তার মা মৃত্যুশয্যায়। সারারাত মাকে নিয়ে ছিলেন। তিনি আগুন দেননি এবং কারা দিয়েছেন তা আল্লাহ দেখেছে বলে জানান।

এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top