রাঙ্গুনিয়ায় মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাছ ধরতে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ মনজু ইসলাম (৩৫)। সে পেশায় রাজমিস্ত্রী হেলপার হিসেবে কাজ করেন। শিলক মিনা গাজীর টিলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার শিলক ইউনিয়নের মিনাগাজীর টিলা দক্ষিণ পাড়ার বাচ্চু আজির বাড়ি আবদুল কাদরের ছেলে মোহাম্মদ মনজু ইসলাম গত বুধবার রাত নয়টায় মরা খালের মুখ এলাকায় মাছ ধরতে যায়।

শুক্রবার নিহতের আত্মীয় মোহাম্মদ ফরিদ বলেন, মনজু মাছ ধরতে যাওয়ার পর ফিরতে দেরী হওয়ায় তার খোঁজে তার ভাই মরা খালের মুখ এলাকায় গেলে মনজুর নিথর দেহ দেখতে পাই। তাকে উদ্ধার করে প্রথমে শিলক দিঘীর পাড় স্থানীয় চিকিৎসক দেখান পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top