রাঙ্গুনিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে একটি মাইক্রোবাসের ধাক্কায় কাজী তাইমিম মুহাম্মদ আরাফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নেজামশাহ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার কাজী মুহাম্মদ এসকান্দরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আরাফ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় বিয়ে বাড়িতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top