রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় আবু ছৈয়দ (৪৭) নামে ভ্যান চালক খুনের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্ত্রী জোহরা খাতুন রাঙ্গুনিয়া মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত মূল বিবাদী মো. নাজিম উদ্দিন বাচা প্ৰকাশ বাচাইয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেশাদ্রব্য খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে রাগের মাথায় এই ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে জানায় পুলিশ।
নিহত আবু ছৈয়দ রাঙ্গুনিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ইছাখালী আদর্শগ্রাম এলাকার বাসিন্দা৷ অন্যদিকে গ্রেফতার বাচা উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার মৃত শামছুল আলমের ছেলে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজহার ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, ভিকটিম আবু সৈয়দ গত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী সেগুনবাগিচা এলাকার কর্ণফুলী নদীর পাড়ে তার লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, নিহত আবু ছৈয়দের সাথে ঘাতক নাজিম উদ্দিন বাচা প্রায় ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। গত ১৫ ফেব্রুয়ারি রাতেও তাদের একসাথে চলাফেরা করতে দেখেন স্থানীয়রা এবং ঘটনার পর বাচা আত্নগোপন করেন। পরে তাকে বিবাদী করে মামলা হলে ৩-৪ ঘন্টার মধ্যেই পুলিশ অঅভিযুক্ত বাচাকে গ্রেফতার করে।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোস্তফা কামাল খাঁন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেন যে, নেশাদ্রব্য খাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় ভিকটিম মো. আবু সৈয়দকে হত্যা করেছে। গ্রেফতার বাচাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন