রাঙ্গুনিয়ায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিশু নিহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যায় শিশুটি। তার নাম মো. সিফাত (৩)। সেই একই এলাকার মো. দিদারের শিশুপুত্র। এরআগে গত শুক্রবারেও একই রিকশাচালকের গাড়ির ধাক্কায় ওই এলাকার মো. রাফি (৩) নামে আরও এক শিশু গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পোমরা-হাজীপাড়া সড়কে রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা।

স্থানীয় জিয়াউল হক সম্রাট জানান, সোমবার দুপুরে পোমরা মাইজপাড়া তিন রাস্তার মোড় এলাকায় শিশুটিকে বেপরোয়া গতির রিকশা ধাক্কা দেয়। শিশুটির উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায় চালক। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নগরীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করে শিশুটি। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারে তিন পুত্র সন্তানের মধ্যে সবার ছোট ছিলো সে। এর এক সপ্তাহ আগেও একই রিকশাচালক বেপরোয়া গতিতে চালানোর সময় এলাকার আরও এক শিশুকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। বর্তমানে সেও নগরীর একটি হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় নুরুল আজিম নামে অপর এক ব্যক্তি জানান, হাজীপাড়া সড়কে রিকশাগুলো বেশি বেপরোয়াভাবে চলে। তাদের বারণ করলেও শুনে না। অবশেষে একজন শিশুর প্রাণ গেলো, আহত হলো আরও একজন। তাই আপাতত এই সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি খবরা খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top