রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার অন্যতম যোগাযোগ মাধ্যম ১নং ওয়ার্ড এলাকার ভোবানিমিল-নোয়াগাঁও সড়ক অবশেষে সংস্কার করা হচ্ছে। বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী ছিলো। এই নিয়ে দায়িত্বশীলরাও ছিলেন উদাসীন। অবশেষে স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে আরসিসি ঢালাইকরণ করে সড়কটির অর্ধেক অংশ সংস্কার কাজ করা হয়েছে। এতে স্বস্তী প্রকাশ করেছেন স্থানীয়রা। অবশিষ্ট সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে দাবী জানিয়েছেন তারা।
স্থানীয় নুরুল ইসলাম বলেন, সড়কটির বেহাল অংশ উন্নয়ন করার জন্য পৌরসভা কতৃপক্ষকে ধন্যবাদ। দীর্ঘদিন সড়কটি নিয়ে আমরা কষ্ট পাচ্ছিলাম। তবে আনুমানিক দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের কিছু অংশ উন্নয়ন হলেও অধিকাংশ এখনো বেহাল অবস্থা। এরমধ্যে একটি কালভার্ট এলাকার মানুষ টাকা তোলে করেছে। সড়কের বাকী অংশের কাজও দ্রুত উন্নয়ন করলে আমরা সবাই উপকৃত হবো৷
সরেজমিনে দেখা যায়, ভোবানিমিল নোয়াগাও সড়কটির আরসিসি ঢালাই করে উন্নয়ন করা হয়েছে৷ স্থানীয়রা বিপুল উৎসাহে সড়কে পানি দিচ্ছেন। এসময় কাজ পরিদর্শন করেন পৌরসভার প্রকৌশলী মো. জমির উদ্দিন। তিনি বলেন, সড়কটির প্রায় ২৫০ মিটার অংশ ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করা হচ্ছে। এরমধ্যে গাইডওয়াল ও প্রবেশমুখে একটি ছোট কালভার্টও রয়েছে। সড়কের বাকী অংশও পরবর্তী বরাদ্দের মাধ্যমে দ্রুত উন্নয়ন করা হবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন