রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিনটি ট্রান্সমিটার চুরি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের অফিস ভান্ডারে রক্ষিত ৩টি ২৫কেভিএ সিঙ্গেল ফেইজ ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগানে অবস্থিত কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় সকালে বিদ্যুৎ অফিসের লোকজন অফিসে গেলে সেখানে জানালার গ্রিল কাটা দেখতে পায়। দৃর্বৃত্তরা সেখানে থাকা বিদ্যুৎ দপ্তরে রক্ষিত ৩টি ২৫কেভিএ সিঙ্গেল ফেইজ ট্রান্সমিটার নিয়ে যায়। ট্রান্সমিটার তিনটির আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা বলে জানান তিনি।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top