রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতলের মাঝামাঝি তক্তারপুল নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন– উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। সে ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। অন্যজনের নাম মো. আকিব (১৬)। সে উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে এবং রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরমান নামের কিশোর ঘটনাস্থলে প্রাণ হারান। আকিবকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কের উত্তর পাশে দুমড়ে মুচড়ে যাওয়া যাওয়া মোটর বাইকের পাশেই পড়ে রয়েছে এক যুবকের নিথর দেহ। অন্যদিকে আড়াআড়িভাবে একটি শ্যামলী বাস সড়কের দক্ষিণ পাশে অনেকটা খাদের কিনারায় আটকে রয়েছে। এটির সামনের একপাশের গ্লাস ভেঙে গেছে। এসময় সড়কের দুই পাশে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
মাসুদ রানা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে পূর্বদিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজন ঘটনাস্থলেই মারা গেছে। অন্যজনকে চন্দ্রঘোনার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১২টার দিকে তিনিও মারা যান।
এদিকে নিথর দেহে পড়ে থাকা ছেলেটির মোবাইলটি লক অবস্থায় থাকলেও, তার স্ক্রীনে একটি ছবি পাওয়া গেছে। এটির সুত্র ধরে তাদের দুজনের স্বজনদের সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
সাইফুল আলম টিপু নামে নিহতের এক স্বজন জানান, নিহত আবু সুফিয়ান দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় সন্তান। অন্যদিকে আকিব ৩ ভাই ১ বোনের মধ্যে সে সবার ছোট সন্তান। আকিব বাইক চালাচ্ছিলো, আর পেছনে বসা ছিলো আবু সুফিয়ান।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, নিহত আবু সুফিয়ানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে মেডিক্যালে অপরজন মারা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোও জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ







