রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের আয়োজনে বার্ষিক গীতা শিক্ষা ও নৈতিক শিক্ষা পরীক্ষা রাঙ্গুনিয়া উপজেলার চারটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১২টা পর্যন্ত। উপজেলার শিলক ফিরিঙ্গি খীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়, রাজাভূবন উচ্চ বিদ্যালয় ও এসকে রফিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় সাড়ে ৬শ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এদিন পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, বাগীশিকের কেন্দ্রীয় সভাপতি ঝুন্টু চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, বাগীশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট কবি শেখর নাথ, অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, উপদেষ্টা সদস্য কৃষ্ণা চৌধুরী, বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সভাপতি ডা. রূপন কান্তি শীল সহ আরো অনেকে।
চাটগাঁ নিউজ/এসবিএন