রাঙ্গুনিয়ায় বরাদ্দ হলেও বাস্তবায়ন হয়নি সড়ক সংস্কার কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার জনগুরুত্বপূর্ণ ইছামতী বড়ুয়াপাড়া সড়কের উন্নয়নে কোটি টাকা বরাদ্দ হলেও গেল এক বছরেও বাস্তবায়ন হয়নি সংস্কার কাজ। এতে বেহাল সড়কটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, পাশাপাশি হাজার হাজার চলাচলকারী জনসাধারণের। ইতিমধ্যেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুত সংস্কার না হলে আগামী বর্ষায় সড়কটি দিয়ে চলাচল একেবারেই বন্ধ হয়ে যাবে বলে আশংকা স্থানীয়দের।

স্থানীয় সুত্রে জানা গেছে, পৌরসভার ৯নং ওয়ার্ড ইছামতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইছামতী ধাতু রত্ন বিহার পর্যন্ত বড়ুয়া পাড়া সড়কের দূরত্ব প্রায় এক কিলোমিটার। এটি রাঙ্গুনিয়া থানা সদর থেকে ইছামতী বড়ুয়াপাড়া গ্রাম হয়ে কাটাখালী যাওয়ার অন্যতম প্রধান সড়ক। তার উপর বৃহত্তর বড়ুয়াপাড়া গ্রামের আনুমানিক এক হাজার পরিবারের প্রধান যাতায়াত মাধ্যম এই সড়ক। এতদসত্ত্বেও গেল ২০ বছর আগে একবার সংস্কার হওয়ার পর সড়কটির উন্নয়নে আর কোন বরাদ্দ হয়নি। অযত্নে অবহেলায় জনগুরুত্বপূর্ণ সড়কটি এখন বেহাল দশায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী৷

সড়কটি সংস্কারে বর্তমান পৌর প্রশাসনের কাছে একাধিকবার লিখিতভাবে আবেদন করলেও তা আলোর মুখ দেখেনি বলে জানান স্থানীয়রা।

এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় সদ্য সাবেক পৌর কাউন্সিল ওমর তালুকদার বলেন, সড়কটি সংস্কারে এক বছর আগে এক কোটি ৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু টিকাদারের অবহেলায় সড়কটি এখনো বেহাল পড়ে রয়েছে। এই নিয়ে আমি এলাকাবাসীকে সাথে নিয়ে একাধিকবার পৌর কতৃপক্ষের কাছে গিয়েছিলাম। কিন্তু এখনো সড়কটির কাজ ঠিকাদার ফেলে রেখেছে। জনস্বার্থে প্রয়োজনে কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজটি বাস্তবায়নের আহবান জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, সড়কটি ৮নং ওয়ার্ড সৈয়দবাড়ি থেকে ১০০ মিটার অংশ আরসিসি ঢালাই করা হয়েছে। তবে এরপর থেকে পুরো বড়ুয়া পাড়া সড়কের বেহাল দশা। সড়কজুড়ে আরসিসি ঢালাই উঠে গিয়ে একরকম মরণফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টির পানি জমে রয়েছে সড়কের মাঝে। অনেক জায়গায় সড়কের পাশে ভেঙে ধসে পড়েছে। এর উপর দিয়ে হেলেদুলে চলছে রিক্সা ও মোটরসাইকেল। তবে সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে অসুস্থ রোগীসহ এলাকার মানুষকে দীর্ঘ পথ পায়ে হেটে তারপর গাড়িতে উঠতে হচ্ছে।

ইছামতী ধাতু চৈত্য বিহার কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী অমল কান্তি বড়ুয়া জানান, প্রায় দুই বছর পূর্বে জরাজীর্ণ সড়কটির প্রবেশমুখে আর.সি.সি ঢালাই এর কাজ শুরু করেও শুধুমাত্র ১০০ মিঃ ঢালাই সম্পন্ন করার পর বাকি প্রায় এক কিলোমিটার পথ এখনো সংস্কার বিহীনভাবে পড়ে আছে। এটি দ্রুত সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

এই বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া পৌর প্রশাসক মারজান হোসাইন বলেন, সড়কটি সংস্কারে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। সে কাজ না করে ফেলে রেখেছে। উপ ঠিকাদার কাজ শুরু করলেও শেষ করেনি। এই ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হচ্ছে এবং দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top