রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫২ জন মৎস্য চাষীর মাঝে বিনামূল্যে ৭৫৮ কেজি পোনামাছ বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনাগুলো আনুষ্ঠানিক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পোনামাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আকতার, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবাইদুল হক প্রমুখ।
এসময় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে রুই জাতীয় মাছ রুই, মৃগেল, কাতলা, কালিবাউশ ও গনিয়া মাছের পোনা বিতরণ করা হয়।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ