রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় এওয়াকের ম্যাপইন সিবিআর প্রকল্পের উদ্যোগে এবং জেপিইউএফ এর সহায়তায় পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মনগর কিণ্ডারগার্টেন স্কুলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জেপিইউএফ এর কনসালটেন্ট এসএম নোমান এবং তার দল ক্যাম্পে স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করেন।
এদিন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী, মরিয়মনগর কিণ্ডারগার্টেন স্কুলের সভাপতি মাহবুবুল আলম, প্রধান শিক্ষক চৈতি চৌধুরী, প্রকল্প সমন্বয়কারী একেএম. নিজামুল হক, সিবিআর অফিসার জোবেদা খাতুন, সিবিআর ফ্যাসিলিটেটর খোরশেদ আলম প্রমুখ।
স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে স্থানীয় প্রতিবন্ধী শিশু ও যুবদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সেবা প্রদানের পরামর্শ ও ব্যবস্থা প্রদান করা হয়।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

 
															
 
								




