রাঙ্গুনিয়ায় প্রতিদিন গ্যাস থাকে না ৯ ঘন্টা, ভোগান্তিতে ২ হাজার গ্রাহক

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বিগত ৬ মাস ধরে বিনা নোটিশে রাঙ্গুনিয়ায় প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৯ ঘন্টাব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ রাখছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রাঙ্গুনিয়ার প্রায় দুই হাজার গ্রাহকদের। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের জন্য খাবার তৈরি করা কঠিন হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ বিষয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েও কথা রাখেননি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একাধিক কর্মকর্তা। গত ৬ মাসেও স্বাভাবিক করা যায়নি গ্যাস সরবরাহ ব্যবস্থা। পরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব ও সেতুল মির্জা।

আবেদনে ভুক্তভোগীরা উল্লেখ করেন, রাঙ্গুনিয়ায় প্রায় দুই হাজার পরিবার ও গ্রাহক গ্যাস সুবিধা ব্যবহার করেন। এর বাইরেও কর্ণফুলী পেপার মিল, জুট মিল, বিভিন্ন মাদ্রাসা, স্কুল-কলেজসহ বহু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গ্যাস সুবিধার আওতায় রয়েছে। কিন্তু ৬ মাস ধরে রাঙ্গুনিয়ায় প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ভোক্তারা বহুবার অফিসিয়ালি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ধরেন। কিন্তু এরপরও গত ছয় মাসে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এদিকে, নিয়মিত গ্যাস সরবরাহ বন্ধ রাখায় এলাকার শিক্ষার্থী, চাকুরিজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করছে। ফলে শিক্ষার্থী, চাকুরিজীবী ও নিত্যপ্রয়োজনীয় কাজে নিয়োজিত হাজারো মানুষ প্রতিদিনই বিপাকে পড়ছেন। তাই রাত থেকে সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান তারা।

গ্রাহক সেতুল মির্জা, কাউসার হোসাইনসহ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান এই পরিস্থিতি রাঙ্গুনিয়ার প্রতি বৈষম্যমূলক আচরণের প্রমাণ। এই সমস্যার সমাধানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

ভুক্তভোগীরা জানান, রান্না করতে না পেরে অনেক শিক্ষার্থীকে প্রতিদিন স্কুল-কলেজে না খেয়ে যেতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে দোকানের মানহীন খাবার খাচ্ছেন। এতে শিশু-কিশোরদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে তারা সকল গ্রাহককে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উত্তর কর্নফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র জোনাল ম্যানেজার মো. আশিক বলেন, “সিস্টেম লস এর কারণে নিরাপত্তার স্বার্থে রাত ১২টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত গ্যাস বন্ধ রাখা হচ্ছে। এটি সমাধানের কাজ চলছে।”

তবে রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত গ্যাস বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, ‘এটি ভুল ইনফরমেশন হতে পারে। তবুও বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

পরে একজনের নম্বর দিয়ে তার সাথে কথা বলার জন্য অনুরোধ করেন। তাঁর দেয়া মুঠোফোনে ইঞ্জিনিয়ার বদিউল আলমের সাথে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি। তিনি তাদের অফিসে কয়েকজনকে নিয়ে গিয়ে কথা বলার জন্য পরামর্শ দেন।

এ ব্যাপারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) উপপরিচালক (কনজ্যুমার অ্যাফেয়ার্স) মুহাম্মদ রফিকুল আলম ভুঁইয়া লিখিতভাবে জানানোর পরামর্শ দেন। তবে লিখিতভাবে জানানো হয়েছে বললে, তিনি তা এখনো পাননি বলে জানান। হাতে পেলে ব্যবস্থা নিবেন বলেও জানান।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top