পড়া হয়েছে: 11
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার হয়েছে। মঙ্গল ও বুধবার গভীর রাতে উপজেলার সরফভাটা এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়। এসময় কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কাঠগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সরফভাটা ইউনিয়নের কাজীরবাজার এলাকা থেকে ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ করা হয়। যারমধ্যে ছিলো ১২৯.৪৭ ঘনফুট কাঠ রয়েছে।
বুধবার রাতে সরফভাটা-শিলক ব্রীজ এলাকায় অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠ উদ্ধার হয়। যেখানে ১০৮ ঘনফুট কাঠ ছিলো। এরবাইরে গাছ বহনকারী গাড়িগুলোও জব্দ করা হয়। এই ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন