রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় পুলিশ পরিচয়ে একটি অটোরিকশা ভাড়া করে কৌশলে ছিনতাই করে নিয়ে গেছে সংঘবদ্ধ চক্র। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে গোডাউন থেকে ভাড়া করে তাপবিদ্যুৎ এলাকায় নিয়ে গিয়ে এই ঘটনা ঘটায় বলে জানা গেছে। এই ঘটনায় চুয়েট পুলিশ ক্যাম্পে অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগী অটোরিকশা চালক সরফভাটা ভূমিরখীল এলাকার বাসিন্দা মো. সাকিব জানান, গোডাউন এলাকা থেকে এক ব্যক্তি পুলিশ পরিচয়ে চুয়েট ক্যাম্পে যাওয়ার কথা বলে তার গাড়ি ভাড়া করে। যাওয়ার পথে বুড়ির দোকান এলাকায় গিয়ে তাকে একটি মোবাইল এবং টাকাসহ একটি ব্যাগ জমা রাখতে দেয়। এরপর তাপবিদ্যুৎ এলাকায় গিয়ে সেটা নিয়ে নেন এবং আড়াইশ টাকা ভাড়াও দেন। একপর্যায়ে কানে মুঠোফোন দিয়ে অদূরে দাড়িয়ে থাকা এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা আনার কথা বলে তাকে সেখানে পাঠায়। এদিকে গাড়িটি নিয়ে চম্পট দেন পুলিশ পরিচয় দেয়া ব্যক্তি।
সাকিব আরও জানান, দুই মাস আগে গাড়িটি এক লাখ ত্রিশ হাজার টাকা ঋণ নিয়ে কিনেছিলেন তিনি। যা সুদসহ দেড় লাখ টাকা পরিশোধ করতে হবে। এরমধ্যে তার সাথে এমন অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটে । এতে একদিকে পরিবারের একমাত্র উপার্জন মাধ্যম যেমন হারিয়েছেন একইসাথে ঋণের টাকায় কেনা গাড়িটা না পেলে পথে বসতে হবে বলে জানান তিনি।
চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মামুন ভূইয়া বলেন, ভুক্তভোগীরা অভিযোগ নিয়ে আসার পর থেকে গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। আশাকরি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ