পড়া হয়েছে: 921
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ইজান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু ইজান কুয়েত প্রবাসী রাজিব হায়দার বাবুলের একমাত্র ছেলে। তাদের বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামে।
জানা যায়, ইজান তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়ে নওগাঁ গ্রামের নানার বাড়ির পাশের পুকুরে অজান্তে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিকটাত্মীয় সাজ্জাদ আমিন রনি বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন