রাঙ্গুনিয়ায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। অভিযানে সহায়তা করেন উপজেলা মৎস্য কমকর্তা সুজাত কুমার চৌধুরী, মৎস্য দপ্তরের মাঠ সহকারী মো. ওবাইদুল হক, লিফ-ক্যাচিংনু মারমাসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

উপজেলা মৎস্য কমকর্তা সুজাত কুমার চৌধুরী জানান, কারেন্ট জাল, চরঘেরা জাল, মশারী জাল, চায়না দোয়ারী জাল, বেহুন্দী জাসলসহ সরকার ঘোষিত সকল প্রকার নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ। কিন্তু কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ এসব জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছিলেন।

এছাড়া মে-জুন মাসে হালদা নদীতে মা মাছ ডিম দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই হালদা নদীসহ কর্ণফুলী রক্ষার্থে এই অভিযান চালানো হয়। অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচ হাজার মিটার অবৈধ চরঘেরা জালসহ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য কমকর্তা সুজাত কুমার।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top