রাঙ্গুনিয়ায় পথচারীদের জুস ও পানি দিল এনএনকে ফাউন্ডেশন

রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামে টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের পাশে দাড়িয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন। চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে জুস ও পানি বিতরণ করে আসছে এই প্রতিষ্ঠান৷ এবার নগর ছাড়িয়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায়ও পথচারীদের মাঝে বিতরণ করা হচ্ছে জুস ও পানি।

বুধবার (১ মে) দুপুরে উপজেলা সদরে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনএনকে ফাউন্ডেশনের সভাপতি এরশাদ মাহমুদ।

পরে ইছাখালী, রোয়াজারহাট, মরিয়মনগর, লিচুবাগান, গোডাউন, গোচরা, শান্তিরহাটসহ উপজেলার বিভিন্ন জনাকীর্ণ এলাকায় জুস ও পানি বিতরণ করা হয়। তীব্র দাবদাহে জুস ও পানি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে এনএনকে ফাউন্ডেশনের সভাপতি এরশাদ মাহমুদ জানান, চট্টগ্রাম তথা রাঙ্গুনিয়ার দুর্যোগ-দুর্বিপাকে সুখে-দু:খে সবসময় সাধারণ মানুষের পাশে থাকে এনএনকে ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় দাপদাহে অতিষ্ঠ মানুষকে কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এনএনকে ফাউন্ডেশনের এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top