রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন শিশুর মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর নাঈমা আক্তার (৮) নামে এক শিশুর মরদেহ ইছামতী নদী থেকে উদ্ধার হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ইছামতী নদীর রাজঘাটাকুল এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে কাউখালী ফায়ার স্টেশনের কর্মীরা। সে মঙ্গলবার বিকাল ৫টা থেকে নিখোঁজ ছিলো বলে পারিবারিক সুত্রে জানা গেছে। উদ্ধার নাঈমা উপজেলার রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজঘাটাকুলের বাসিন্দা মুহাম্মদ আনোয়ারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু নাইমাকে মঙ্গলবার বিকাল ৫টা থেকে পাওয়া যাচ্ছিলো না। খেলতে গিয়ে সে সবার অজান্তে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে সম্ভাব্য অনেক জায়গায় খোজাখুজি এমনকি মসজিদে মসজিদে মাইকিংও করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।

পরে কাউখালী উপজেলা ফায়ার স্টেশনে খবর দিলে তার সকাল থেকে পাশ্ববর্তী ইছামতী নদীতে উদ্ধারের কাজ চালায়। একপর্যায়ে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজঘাটাকুলের পশ্চিম পাশে বাড়ির আধা কিলোমিটারের ভিতরে ইছামতী নদী থেকে শিশু নাইমার লাশ উদ্ধার হয়। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top