রাঙ্গুনিয়ায় নারীর পা ও মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক নারীর পা ও মাথা থেঁতলানো সড়কে পড়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রোজি আকতার (৫০)। সে উপজেলার শিলক ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড মো. জসিম উদ্দিনের স্ত্রী৷

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার মরিয়মনগর কাটাখালী এলাকায় রাস্তার ডান পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, রাতের কোন এক সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার এমন মৃত্যু হয়েছে।

থানা ও স্থানীয় সুত্র জানা যায়, বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে সে তার বাপের বাড়ি উপজেলার মরিয়মনগর কালুগোট্টার উদ্দেশ্য বের হন। পরে বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা কাপ্তাই সড়কের কাটাখালী আওসাফ কমিউনিটি সেন্টারের পাশে তার পা ও মাথা থেঁতলানো অবস্থায় রাস্তায় তাকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল তার বাপের বাড়ির কাছে হওয়ায় তাকে সনাক্ত করে পরিবার ও থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু ঘটে। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top