পড়া হয়েছে: ৩৭
রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত অটোরিকশাচালক বিজয় লাল আচার্য্য (৪৭) মারা গেছেন।
সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মালবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মীর মো. হোসেন (৫৫) নামে এক যাত্রী ঘটনাস্থলে মারা যান, অটোরিকশাচালক বিজয় লাল আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
চাটগাঁ নিউজ/জগলুল/এসএ