রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় আহত আ.লীগ নেতা মারা গেলেন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামীলীগ নেতা মো. আজিজুল হক (৫৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মারা যান তিনি। একইদিন রাত সাড়ে ৯টার দিকে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নিহত আজিজ রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড আজিজনগর গ্রামের শোকর আলীর ছেলে।

স্থানীয় পৌর কাউন্সিলর জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি তাঁর নাতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ ডিসেম্বর নাতিকে দেখতে হাসপাতালে গিয়ে এদিন বিকেলে ফিরছিলেন তিনি। এক আত্মীয়ের মোটরসাইকেল যোগে ফেরার পথে কাপ্তাই সড়কের পাহাড়তলী এলাকায় এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন তাঁরা। এতে চালক অক্ষত থাকলেও পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন আজিজ। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে ১১ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আজিজ রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ ১নং ওয়ার্ডের ইউনিট কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আজিজ নগরের প্রবক্তা এবং গ্রামের সর্দার ছিলেন। তাঁর এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top