রাঙ্গুনিয়ায় দিনব্যাপি একুশে বইমেলা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনব্যাপি একুশে বইমেলা বুধবার  (২১ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া সরকারি কলেজ ফটকের সামনে পাঠাগার চত্বরে অনুষ্ঠিত হয়।

“পাঠশালা রাঙ্গুনিয়া” নামে পাঠাগারের উদ্যোগে এর আয়োজন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব।

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হুদা, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, রাঙ্গুনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক অসীম কুমার শীল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি শিক্ষক এম মোরশেদ আলম।

বক্তব্য দেন পাঠশালা রাঙ্গুনিয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক শিশির মোরশেদ, লেখক সৈয়দ মনজুর মোরশেদ প্রমুখ।  পাঠশালা রাঙ্গুনিয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক শিশির মোরশেদ বলেন, ২০২১ সাল থেকে রাঙ্গুনিয়ায় পাঠাগারের উদ্যোগে বইমেলার আয়োজন হচ্ছে। বই মেলায় নানা বয়সী পাঠকের বই বিক্রি হয় । শুধু বই বিক্রি নয়, সবার কাছে বই পৌঁছে দেয়া বইমেলার লক্ষ্য ও উদ্দেশ্যে। ”

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top