রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনার জেরে এক ব্যক্তিকে খুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল গ্রামে তুচ্ছ কারণে সংঘর্ষের জেরে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম সামশুল আলম (৫৫), তিনি মীরেরখীল গ্রামের মো. ইউসুফের ছেলে।

স্থানীয়রা জানান, হত্যাকারী মোজাম্মেল ছালেহ আহমদের ছেলে, দক্ষিণ সরফভাটার কান্দেরকূল এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

নিহতের জামাতা মো. সেলিম জানিয়েছেন, তার শ্বশুর খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। গত শুক্রবার বিকেলে তিনি খেজুর গাছে হাড়ি বসানোর জন্য উঠেছিলেন। এসময় পাশের জমিতে খেজুর গাছের ডালপালা নিয়ে মোজাম্মেলের সঙ্গে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে মোজাম্মেল সামশুল আলমকে দা দিয়ে আঘাত করেন।

স্থানীয়রা আহত সামশুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top