রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় ভাগিনার গুলিতে গুরুতর আহত মামা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় ভাগিনার ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছে মামা। আহতের নাম মো. ফজলুল করিম (৫৩)। গত রোববার (৩১ আগস্ট) রাতে সরফভাটা সিপাহী পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়ায় গত রোববার সন্ধ্যায় মামা ফজলুল করিম ও ভাগিনা পারভেজ এক সাথে গোসল করছিল। গোসল সেরে ভাগিনা পারভেজ লুঙ্গি পাল্টানোর সময় মামা ফজলুল করিমের কাপড়ে পা দেয়। এতে মামার লুঙ্গি কিছুটা ভিজে যায়।

আহতের ভাই জাহাঙ্গীর বলেন, ভাগিনার বিষয়ে বোনকে নালিশ জানায় ভাই ফজলুল। ক্ষিপ্ত হয়ে ভাগিনা বাড়ি থেকে অস্ত্র এনে মামাকে ছররা গুলি চালালে মামার শরীরে তিনটা গুলি বিদ্ধ হয়। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, সরফভাটা ইত্যাদি চত্বরে মামুন হত্যার তালিকাভুক্ত আসামী পারভেজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামাকে আহত করে। তাকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top