পড়া হয়েছে: 6
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় কনক্রিট বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে খাদে পড়ে গেছে। এতে গাড়িটির চালক মো. মুরাদ (২৭) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে সাড়ে ৩টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পাইট্টালীকুল নেছাউল্লা শাহ মাজার সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের অপারেশন ইনচার্জ সাসুইমং মারমা জানান, গাড়িটি স্থানীয় একটি ইটভাটা থেকে কনক্রিট নিয়ে যাচ্ছিলো। যাওয়ার পথে সরফভাটা মাজার এলাকায় এলে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটির চালক চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন