পড়া হয়েছে: ২৪
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় পাচারকালে ট্রাকভর্তি চোলাইমদ ধরে পুলিশে দিয়েছে জনতা। এসময় ১৭টি বস্তায় রাখা ৪০০ লিটার চোলাই মদ পাওয়া যায়।
শনিবার (২২ মার্চ) সকালে সাড়ে ৬ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকা থেকে ট্রাকটি (চট্র-মেট্রো-ড-১১-০৯১৭) জব্দ করা হয়। তবে এসময় ট্রাকে থাকা লোকজন পালিয়ে যায়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, ইসলামপুর গাবতল এলাকায় সন্দেহের ভিত্তিতে লোকজন একটি ট্রাক তল্লাশি করে ৪’শ লিটার মদ পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মদসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। গত ছয়মাস আগেও ট্রাকটি মদসহ ধরা পড়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন