রাঙ্গুনিয়ায় জেলের জালে উঠে এলো এক নারীর মরদেহ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় জেলের জালে ভেসে উঠল এক বৃদ্ধা উপজাতী নারীর মরদেহ।

শনিবার (৫ এপ্রিল) ভোর ৭টার দিকে উপজেলার গোডাউন ব্রীজের সরফভাটা অংশে কর্ণফুলী নদীতে একদল ভাসমান জেলে তাদের জালে মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করেন।

তার নাম সামাপ্রু মারমা (৬৫)। সে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৯৬নং কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।

উদ্ধারকারীরা জানান, জেলেরা মরদেহটি উদ্ধার করে একটি সিএনজি অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় অবহিত করা হলে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যান। মরদেহের সাথে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেলে বিস্তারিত নাম ঠিকানা জানা যায়।

এদিকে এই বিষয়ে যোগাযোগ করা হলে নিহতের মেয়ের জামাই কলমপ‌তি সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতুশি মারমা জানান, তার শাশুড়ির মানসিক সমস্যা রয়েছে। ভোরে আজানের আগে তিনি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছিলো না। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজাখুজির একপর্যায়ে নদী থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাঙ্গুনিয়া থানায় যাচ্ছেন বলে তিনি জানান।

এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সাথে কথা বলে মৃত্যুর কারণ জানা যাবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন