রাঙ্গুনিয়ায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে রাঙ্গুনিয়াজুড়ে বেড়েছে চুরির ঘটনা। প্রায় প্রতি রাতেই কোন না কোন এলাকায় হচ্ছে চুরি। শনিবার উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বুড়ির বাপের বাড়ির দুটি ঘরে গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে এই দুই পরিবারের তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘরে কেউ না থাকার সুযোগে পানি খাওয়ার গ্লাসও রাখেনি বলে জানান ভুক্তভোগীরা।

রোববার (৩১ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় কাজী মো. মাসুক ও তার ভাই কাজী আজিমের মালিকানাধীন দুটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। তারা চট্টগ্রাম নগরীর বাসায় থাকার সুবাদে গ্রামের ঘর দুটি তালাবদ্ধ ছিলো। তবে মাঝেমধ্যেই তারা গ্রামে এসে থাকেন। তাই ঘর দুটিতে সাংসারিক যাবতীয় সামগ্রী ছিলো।

শনিবার রাতে তারা ঘরে না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরের দল তাদের সব নিয়ে যায়। ঘরের পেছনে জানালার গ্রীল কেটে প্রবেশ করে তারা। এরপর ছাদের পিসবোর্ড কেটে অপর ঘরে প্রবেশ করে।

চোরের দল কাজী মাসুকের ঘরের ৩টি ফ্যান, দুটি গ্যাস সিলিন্ডার, ১টি গ্যাসের চুলা, ৬টি কম্বল, ৩৫টি শাড়িসহ মূল্যবান কাপড়, একটি পানির মোটর, ওভেন, রাইস কুকারসহ সব নিয়ে যায়। অন্যদিকে কাজী আজিমের বসতঘর থেকে গ্যাস সিলিন্ডার, একটা পানির মোটর, একটি এলইডি টিভি, ফ্রিজ, দুটি ফ্যান, দা-চুরি, বটি, বিদেশী কাটারবোর্ডসহ সব চুরি করে। ঘরের লাইট থেকে পানির গ্লাস কিছুই অবশিষ্ট রাখেনি। এমনকি বাথরুমের কমেটটাও তারা ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, গত দুই মাস আগেও পাশের বাড়ির কাজী মিজানুর রহমানের বসতঘরে একই কায়দায় চুরি হয়। এক মাস আগে নিয়ে যায় তাদের ঘরের সামনের টিউবওয়েলটিও। এভাবে এই এলাকায় ইদানিং চুরির ঘটনা ঘটেই চলছে বলে জানান স্থানীয়রা।

এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, চুরির ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। তবে চুরির ঘটনা বন্ধে পুলিশ টহল জোরদারসহ জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top