পড়া হয়েছে: ১১
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান উপজেলার বাসিন্দা মো. শুভ (২২) ও মো. নাজিম উদ্দিন (২৪)। বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ইউনিয়নের সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ৪০ লিটার চোলাই মদসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সাও জব্দ করা হয়। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ