রাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় উম্মে হাবিবা তানহা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের বাড়ি থেকে এই গৃহবধূর লাশ উদ্ধার করে। গৃহবধূ উম্মে হাবিবা তানহা একই এলাকার প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী। শ্বশুর বাড়ির লোকজনের দাবী সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা যায়, উম্মে হাবিবা প্রতিদিনের মতো শ্বশুর বাড়িতে রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়ে। সকালে তার শ্বাশুড়ি নাস্তা করার জন্য ডাকলে, ভেতর থেকে কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না। পরে স্থানীয়দের নিয়ে ঘরের দরজা ভেঙে দেখেন গৃহবধূ হাবিবার মরদেহ ওড়না পেচানো অবস্থায় জানালার গ্রীলের সাথে ঝুলানো। পরে থানায় খবর দেয়া হলে, তারা এসে লাশটি থানায় নিয়ে যান।

এই বিষয়ে জানতে চাইলে নিহত গৃহবধূর মামা আবু বক্কর বলেন, আমার ভাগ্নী তানহা লালানগর ১নং ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার মো. সিরাজের মেয়ে। গত দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিলো। গতকাল বিকেলেও সে শ্বশুরের সাথে আমার বাড়ি বেড়াতে গিয়েছিল। এরপর আজ সকালে শ্বশুর বাড়ির লোকজন ফোন দিলে গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে সবার সাথে দরজা ভেঙে প্রবেশ করে দেখি তার নিথর দেহ পড়ে রয়েছে। তবে এটিকে তারা আত্মহত্যা বললেও, যেটার সাথে ঝুলন্ত পাওয়া গেছে, এভাবে আত্মহত্যা করা যায় না। তাই এটিকে আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তদন্ত করে দেখার দাবী জানায়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদ বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগা নিউজ হোমপেজ

 

Scroll to Top